পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি : ‘পুরাতন ঋণ পরিশোধ করি নুতন ঋণ গ্রহন করি’ এই স্লোগানকে সামনে রেখে বরগুনার পাথরঘাটা উপজেলার নাচনাপাড়া বাজারে অগ্রণী ব্যাংক কাকচিড়া শাখার উদ্যোগে ঋণ আদায় ক্যাম্পিংয়ের কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। 

এ সময় ঋণ খেলাপির ব্যাপারে ঋণ গ্রহীতাদের বিভিন্ন ধারনা দেয়া সহ ঋণ খেলাপির অপকারিতা এবং নিয়মিত ঋণ পরিশোধের উপকারিতার ব্যাপক আলোচনা করা হলে ঋণ গ্রহীতাদের মধ্যে একাধিক ঋণ খেলাপি প্রায় দশলক্ষ টাকা পরিশোধ করেন। অপরদিকে প্রকৃত কৃষকদের মধ্যে পাঁচলক্ষাধিক টাকা ঋণ বিতরণ করা হয়।

অগ্রণী ব্যাংক কাকচিড়া শাখার ব্যবস্থাপক মো. শাহআলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন অগ্রণী ব্যাংকের বরিশাল সার্কেলের মহাব্যবস্থাপক শেখর চন্দ্র বিশ্বাস, উপমহাব্যবস্থাপক মো. আঃ রহিম, সহকারি মহাব্যবস্থাপক ও পটুয়াখালি অঞ্চল প্রধান মুঃ আফজালুল হোসেন, দুয়ার ব্যাংকিং বরিশাল অঞ্চলের উর্ধ্বতন কর্মকর্তা আফজালুল এনায়েত, পাথরঘাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো.জাফর ইকবাল, নাচনাপাড়া ইউপি সদস্য আতিকুর রহমান সালু, মো. জসিম,আঃ জলিলসহ প্রমুখ।

এসময় উপস্থিত ঋণ গ্রহীতা ও কৃষকদের মধ্যে একাধিক ব্যক্তি অগ্রণী ব্যাংক কাকচিড়া শাখার ব্যবস্থাপক মো. শাহআলম এর কার্যক্রমের প্রশংসা করে বলেন উল্লেখিত ব্যবস্থাপক শাহআলম কাকচিড়া শাখায় যোগদান করার পর থেকে শাখাটি দালাল মুক্ত হয়েছে, ভবিষ্যতে যেন এধারা অব্যহত থাকে।

(এটি/এসপি/ফেব্রুয়ারি ০৭, ২০১৮)