সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া (নেত্রকোনা) : নেত্রকোনার কেন্দুয়া উপজেলার নওপাড়া ইউনিয়নের বহুলী গ্রামের অবসর প্রাপ্ত সেনা সদস্য মো: রুকন উদ্দিন (৬০) অবশেষে ফিরে এলেন কুয়েতের শান্তিরক্ষা মিশন থেকে লাশ হয়ে। মঙ্গলবার রাতে লাশ এসে পৌছলে স্বজনদের আহাজারিতে বাতাস ভারি হয়ে ওঠে।

পারিবারিক সূত্রে জানা যায়, সেনা সদস্য রুকন উদ্দিন গত ২ ফেব্রুয়ারী শুক্রবার কুয়েতের একটি মসজিদে বসে খুৎবা শুনছিলেন। হঠাৎ তার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে সেখানেই তিনি মৃত্যু বরণ করেন। এ.টি.এম হিসেবে তিনি কুয়েত শান্তিরক্ষা মিশনে কর্মরত ছিলেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক কন্যা সন্তান রেখে গেছেন। মঙ্গলবার রাত ৮ টায় পৌর শহরের দিগদাইর হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে প্রথমে নামাযে জানাযা অনুষ্ঠিত হয়। পরে বহুলী গ্রামের নিজ বাড়ী প্রাঙ্গণে নামাযে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে সামরিক রাষ্ট্রীয় মর্যাদায় তার দাফন সম্পন হয়।

(এসবি/এসপি/ফেব্রুয়ারি ০৭, ২০১৮)