নীলফামারী প্রতিনিধি : নাশকতা, বিভিন্ন মামলার চার্জশিটভুক্ত পলাতক ১৫ বিএনপি নেতা ও ৯ জামায়াত নেতা সহ ৪০ জনকে গ্রেফতার করেছে নীলফামারী পুলিশ।গ্রেফতারকৃতদের বুধবার দুপুরে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

এর আগে জেলার বিভিন্ন স্থানে মঙ্গলবার রাত থেকে আজ বুধবার সকাল পর্যন্ত পুলিশ বিশেষ অভিযান চালিয়ে এ সব ব্যক্তিদের গ্রেফতার করে।

জেলা পুলিশের গোয়েন্দা বিভাগের ওসি মোমিনুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের মধ্যে বিএনপির ১৫ জন হলো- ডোমার বিএনপি নেতা মঞ্জুরুল ইসলাম (৩৬), একই উপজেলার ছাত্রদলের সভাপতি শাহিন আলম শান্ত (৩৫), সৈয়দপুর উপজেলার ছাত্রদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবু (২৮), সৈয়দপুর উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক মোশারফ হোসেন (৩৫), সৈয়দপুর উপজেলার ছাত্রদল নেতা সাজেদুল রহমান (৩০), নীলফামারী পৌর বিএনপির ৪নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক এবিএম হুমায়ুন কবীর তুষার (৩২), জেলা সদরের ইটাখোলা বিএনপির নেতা বিজয় চন্দ্র (৪০), আবুল কালাম (৩৫), ফরহাদ হোসেন (৩৬), জলঢাকা পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন (৩৫), জলঢাকা উপজেলার বিএনপি নেতা সাইদুল ইসলাম (৪২), জলঢাকা পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক মিলন ইসলাম (৩২), জলঢাকা মীরগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউর রহমান (৩৫), জলঢাকা বড়ভিটা ইউনিয়ন বিএনপির নেতা লাবলু মিয়া (৪০), বাদল মিয়া (৪৫)।

অপরদিকে গ্রেফতারকৃত জামায়াত ও শিবিরের ৯ জন হলো-জলঢাকা উপজেলার জামায়াতে কোষাধ্যক্ষ জামিয়ার রহমান (৫৫), জলঢাকা উপজেলার কাঁঠালী ইউনিয়নের জামায়াতের সহ-সভাপতি কে.বি.আর রহমান (৩৫), ডোমার উপজেলার ছাত্র শিবির নেতা মাহমুদুল আলম (২৫), নীলফামারী সদরের সোনারায় ইউনিয়নের সুরা সদস্য রফিকুল ইসলাম(৫৪), একই ইউনিয়নের জামায়াত নেতা মহির আলী (৫০), ডোমার উপজেলার গোমনাতী ইউনিয়নের জামায়াত নেতা রবিউল আলম (৪৮), ডিমলা উপজেলার সদর ইউনিয়নের জামায়াত নেতা আকবর আলী (৫৭), ডিমলা সদর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের জামায়াতের সেক্রেটরী মোহাম্মদ আলী (৩৪), কিশোরীগঞ্জ উপজেলার জামায়াত নেতা জাহিদুল ইসলাম (৪৭)সহ ৪০জন আসামীকে গ্রেফতার করা হয়েছে।

(এমআইএস/এসপি/ফেব্রুয়ারি ০৭, ২০১৮)