স্টাফ রিপোর্টার : বৃহস্পতিবার ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় খালেদা জিয়ার রায় ঘোষণাকে কেন্দ্র করে সকল ধরনের সহিংসতা ঠেকাতে প্রস্তুত কক্সবাজারের পেকুয়া উপজেলা ছাত্রলীগ।

এব্যাপারে পেকুয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি এম কফিল উদ্দিন বাহাদুর উত্তরাধিকার ৭১ নিউজকে বলেন, ৭টি গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নেবে পেকুয়া উপজেলা ছাত্রলীগ। অামরা অহেতুক কারো উপর হামলা করবোনা। তবে ব্যবসা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, পরিক্ষার্থী, সাধারণ জনগণের উপর যদি হামলা হয়, পেকুয়ার শান্ত রাজপথকে অশান্ত করার চেষ্টা করলে মূহুূর্তেই কঠিন জবাব দেয়া হবে।

তিনি বলেন, ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বিপ্লব সাজার দিন শেষ। পেকুয়ার এক ইঞ্চি মাটিও বিএনপির জন্য ছাড় দেয়া হবেনা।

কফিল আরো বলেন, উপজেলা ছাত্রলীগের অাওতাধীন সকল ইউনিটের নেতা-কর্মীদেরকে স্ব স্ব ইউনিটে শক্ত অবস্থান নেয়ার জন্য ও উপজেলা ছাত্রলীগের সকল নেতা-কর্মীদেরকে সকাল ৭টার মধ্যে দলীয় কার্যালয়ে উপস্থিত হওয়ার জন্য ইতোমধ্যেই নির্দেশ দেয়া হয়েছে।

উল্লেখ্য, জিয়া অরফানেজ ট্রাস্টের নামে এতিমদের জন্য বিদেশ থেকে আসা ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাতের অভিযোগে ২০০৮ সালের ৩ জুলাই রাজধানীর রমনা থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এছাড়া জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগে ২০১০ সালের ৮ আগস্ট রাজধানীর তেজগাঁও থানায় আরও একটি মামলা করে দুদক।

(এসএস/অ/ফেব্রুয়ারি ০৭, ২০১৮)