হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি : হালুয়াঘাটে জননিরাপত্তা নিশ্চিত করতে থানা পুলিশের বিশেষ মোটর সাইকেল মহড়া অনুষ্ঠিত হয়েছে ।

জানা যায়, বৃহস্পতিবার বিএনপি চেয়াপার্সন বেগম খালেদা জিয়ার মামলার রায় ঘোষনাকে কেন্দ্র করে হালুয়াঘাটে যাতে কোন প্রকার সহিংসতা, মারামারি, ভাংচুর, অগ্নিসংযোগ ও অপ্রীতিকর ঘটনা না ঘটে সে লক্ষ্যে থানা পুলিশ নিয়মিত টহল জোরদারসহ বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছেন। তার ধারাবাহিকতায় বুধবার সন্ধ্যায় উপজেলার পৌরশহরসহ বিভিন্ন স্থানে জননিরাপত্তা নিশ্চিত করতে থানা পুলিশের বিশেষ মোটর সাইকেল মহড়া অনুষ্ঠিত হয়েছে।

এ সময় থানা পুলিশের বিশেষ মোটর সাইকেল মহড়ায় ওসি কামরুল ইসলাম মিঞা’র নেতৃত্বে এসআই শহীদুল ইসলাম,এসআই নিরুপম নাগ,এসআই খাইরুল,এএসআই মাহাবুব,জিল্লুর রহমানসহ থানা পুলিশের ২০/২৫ জন পুলিশ সদস্য উপস্তিত ছিলেন।

হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম মিঞা বলেন, বেগম খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে যাতে কোন রকম নাশকতা অত্র থানা এলাকায় না করতে পারে সে ব্যাপারে থানা পুলিশ তৎপর রয়েছে। নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টির যে কোনো অপচেষ্টা পুলিশ কঠোরভাবে পেশাদারিত্বের সঙ্গে মোকাবেলা করবেন।

(জেসিজি/এসপি/ফেব্রুয়ারি ০৭, ২০১৮)