সিলেট প্রতিনিধি : জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার সাজাকে কেন্দ্র করে সিলেট নগরের বন্দর বাজার এলাকায় আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। এতে ছাত্রলীগের তিনজন ও দুই পুলিশ সদস্যসহ উভয়পক্ষের ১০ জন আহত হয়েছেন।

এদিকে সংঘর্ষ থামাতে বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ও টিয়ারগ্যাস নিক্ষেপ করেছে পুলিশ। তবে ছাত্রলীগ নেতাকর্মীরা সিলেট সিটি পয়েন্টে এবং ছাত্রদলের নেতাকর্মীরা নগরের হকার পয়েন্টে সশস্ত্র অবস্থানে রয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, খালেদা জিয়ার রায় ঘোষণার পর পরই দুপুর আড়াইটার দিকে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজের নেতৃত্বে সিলেট জজ কোর্ট এলাকা থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি জেলা পরিষদ এলাকায় আসার পর বিএনপিপন্থী আইনজীবীরাও একটি মিছিল বের করার চেষ্টা করেন। এ সময় দু’পক্ষের মধ্যে ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এক পর্যায়ে বিএনপিপন্থী আইনজীবীরা পিছু হটতে বাধ্য হন।

উভয় মিছিলে থাকা ছাত্রলীগ ও ছাত্রদলের নেতারা সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষ চলাকালে বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। বর্তমানে কোর্ট পয়েন্ট সরকারি দলের নেতাকর্মীদের দখলে রয়েছে। ওই এলাকার দোকান-পাট বন্ধ রয়েছে।

এ ব্যাপারে নগরীর কোতোয়ালি থানার ওসি গৌছুল হোসেন বলেন, সংঘর্ষ থামাতে গিয়ে কয়েকজন পুলিশ আহত হয়েছেন। ফাঁকাগুলি ও টিয়ারগ্যাস নিক্ষেপ করে পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে।

(ওএস/এসপি/ফেব্রুয়ারি ০৮, ২০১৮)