রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি : জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে রায়পুর বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে।

বৃহস্পতিবার রায়ের পর বিকেলে শহরের বাসটামিনাল এলাকার টিএনটি সড়কে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা মিছিল বের করে একটি গাড়ী ভাংচুর করেন। এ সময় পুলিশের একটি পিকআপকে ধাওয়া করে তারা। একপর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় বিএনপি নেতাকর্মীরা।

শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া। এ সময় ইট-পাটকেলে কয়েকজন আহত হয়। পরে পুলিশ কয়েক গাউন্ড টিয়ারশেল ও ফাঁকা গুলি ছোড়ে মিছিলকারীদের হটিয়ে দেয়। ঘটনাস্থলে থেকে তানজিদ, পিয়াস ও সুমন নামের তিন বিএনপি কর্মীকে আটক করা হয়। এ সময় পুরো শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে দোকানপাট বন্ধ হয়ে যায়।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান মিয়া ঘটনার সত্যাতা নিশ্চিত করে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলশ তিন রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। পুলিশের সঙ্গে বিএনপির ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাস্থলে থেকে তিন বিএনপি কর্মীকে আটক করা হয়েছে। এঘটনায় মামলার প্রস্তুতি চলছে। এছাড়াও নিরাপত্তা জন্য শহরে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

(এআরএস/এসপি/ফেব্রুয়ারি ০৮, ২০১৮)