কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার বিসিক শিল্প নগরীতে ফরিদ ফাইবার্সের ফ্যাক্টরিতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। রাত ১২টার দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌছে ৩ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ফ্যাক্টরি মালিক জানিয়েছেন। বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে।

ঘটনাস্থলে উপস্থিত ফরিদ গ্রুপের কর্মকচারি ও শ্রমিকরা জানায়, ফরিদ গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান ফরিদ ফাইবারের কাঁচামালের গুদামে রাত ১২টায় হঠাৎ অগ্নিকান্ড ঘটে। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিস কয়েকটি গাড়ি ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনে।

কুমিল্লা সিভিল ডিফেন্সে’র স্টেশন অফিসার মোঃ ইয়াহিয়া জানান, ফরিদ ফাইবারের কাঁচমালের গুদামে রাত ১২টায় অগ্নিকান্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন ৩ ঘন্টার চেষ্টায় নেভাতে সক্ষম হয়।

(এইচকেজি/এসপি/ফেব্রুয়ারি ১০, ২০১৮)