মদন (নেত্রকোনা) প্রতিনিধি : মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়, মহিলা বিষয়ক অধিদপ্তর ও বাংলাদেশ ইউমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি ( বি ডব্লিউ সি সি আই) এর ব্যবস্থাপনায় তিন দিন ব্যাপী গ্রামীণ নারী উদ্যোক্তাদের দক্ষতা বিকাশ প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্টান শনিবার মদন উপজেলার বিআরডিবি মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাসুমা মমতাজের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রক্ষিক মোঃ এমদাদুল হক, সামছুন্নাহার, প্রেসক্লাব সভাপতি মোঃ আল-আমীন তালুকদার, নারী প্রতিনিধি শিল্পী আক্তার বেবি প্রমুখ।

প্রশিক্ষণে ১০ টি ব্যবসা বিষয়ের উপর উপজেলার ৩০ জন নারী উদ্যোক্তা অংশগ্রহণ করেন।

(এএমএ/এসপি/ফেব্রুয়ারি ১০, ২০১৮)