ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ধামরাইয়ে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী সুস্বাদু খাবার পিঠা।বর্তমান প্রজন্মদের মাঝে এই ঐতিহ্যবাহী খাবার পরিচয় ও গ্রহণযোগ্যতা বৃদ্ধি করে ঐতিহ্য ধরে রাখতে ধামরাই মডেল স্কুল কর্তৃপক্ষ শনিবার সকালে স্কুল ক্যাম্পাসে ২৫ প্রকার পিঠা নিয়ে আয়োজন করে পিঠা উৎসবের।

পিঠা উৎসবে ধামরাইয়ের ঐতিহ্যবাহী খাবার পিঠা চিতই, ভাপাপিঠা, পাটিশাপটা, দুধকুলি, ডুকপিঠা, বিবিখানা, পাকনপিঠা, জামাইপিঠা, নকশীপিঠাসহ ২৫ প্রকার পিঠা এইপিঠা উৎসবে স্থান পেয়েছে।

বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা রাবেয়া শিরিন এর উদ্ধোধন করেন। এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ সিরাজুল ইসলাম, স্থানীয় বিশিষ্ঠ ব্যক্তিবর্গ, অভিভাবক ও শিক্ষার্থীরা।

পিঠা উৎসবে আসা অভিভাবক ও তাদের সন্তারা পিঠা খেয়ে আনন্দ উৎসবে মেতে উঠে।

(ডিসিপি/এসপি/ফেব্রয়ারি ১১, ২০১৮)