রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের রাজারহাটে সলিডারিটি সংস্থার উদ্যোগে কেয়ার বাংলাদেশের সহযোগিতায় এসডিসি সমষ্টি প্রকল্পের সেবাদানকারীদের সাথে সেবা সমন্বয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার উপজেলা বিআরডিবি হলরুমে অনুষ্ঠিত সভায় পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ নুর হোসেন মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা ষষ্টি চন্দ্র রায়।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজারহাট ইউএইচএফ পি ডাঃ শহিদুল্লাহ্, ইউএফপিও নাজমুল হক ও সাংবাদিক প্রহলাদ মন্ডল সৈকত। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়নের সিএস মোস্তফিজার, সমাজ সেবার মনসের আলী, সলিডারিটির প্রজেক্ট অফিসার তামান্না মুছারাত জাবিন, ফিল্ড ফ্যাসিলিটেটর রেশমা বেগম, রত্না সরকার ও ভূদেব সরকার প্রমুখ।

কর্মশালায় বক্তারা উপজেলার সরকারী সেবাদানকারী কৃষি, স্বাস্থ্য, পরিবার-পরিকল্পনা, যুব প্রশিক্ষণ, প্রতিবন্ধী প্রশিক্ষণ ও ঋণ সহায়তা এবং হাইজিনসহ বিভিন্ন সেবা সম্পর্কে অবহিত করেন।

(পিএমএস/এসপি/ফেব্রয়ারি ১১, ২০১৮)