নওগাঁ প্রতিনিধি : সোমবার বিকেলে নওগাঁর ধামইরহাটে সংখ্যালঘুর ৪ বছর বয়সের শিশুকে ধর্ষণের চেষ্টার দায়ে ইমরান হোসেন (২০) নামে এক পাষন্ডকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে।

জানা গেছে, উপজেলার আলমপুর ইউনিয়নের রসুলবিল রাঙ্গামাটি গ্রামের রাজমিস্ত্রি (হেডমিস্ত্রি) রেজাউল ইসলামের অধিনে মিস্ত্রির কাজ করেন একই গ্রামের সংখ্যালঘু দিলীপ কুমার। সেই সুবাদে তার বাড়িতে যাতায়াত ছিল উভয় পরিবারের মধ্যে।

এ অবস্থায় রবিবার বিকেলে হেডমিস্ত্রি রেজাউলের ছেলে ইমরান হোসেন (২০) ঢাকা থেকে এসে দিলীপের ৪ বছরের মেয়েকে বিস্কুট খাওয়ার প্রলোভন দিয়ে কৌশলে বাড়ি নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুটির মা মেয়েকে ভাত খাওয়ানোর জন্য ধর্ষকের বাড়িতে কাছে গিয়ে মেয়ের কান্না শুনতে পেলে ঘরে প্রবেশ করে ধর্ষণের চেষ্টার দৃশ্য দেখতে পান। এতে তিনি চিৎকার করলে স্থানীয়রা ছুটে আসে।

তাদের সহযোগিতায় শিশুটির মা ওই স্থান থেকে দ্রুত মেয়েকেসহ নিজেকে উদ্ধার করেন। এসময় পাষন্ড ইমরান শিশুটির মায়ের সঙ্গেও খারাপ আচরণ করেছে। পরে ভিকটিমের মা ইউনিয়ন পরিষদে অভিযোগ দিলে ইউপি চেয়ারম্যানের নিকট ঘটনার সত্যতা স্বীকার করে পাষন্ড ইমরান হোসেন। সোমবার ইউপি চেয়ারম্যান ফজলুর রহমান ধর্ষণের চেষ্টাকারী ইমরানকে থানায় সোপর্দ করেন।

ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মু. রকিবুল ইসলাম রকিব ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ব্যাপারে অভিযুক্তকে আটক করা হয়েছে। এ বিষয়ে জেলা পূজা উদযাপন পরিষদ ও উপজেলার হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ আটককৃত পাষন্ডের দৃষ্টান্তমুলক শাস্তির দাবী করেছেন।

(বিএম/এসপি/ফেব্রুয়ারি ১২, ২০১৮)