ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : ঈশ্বরদী পৌর শ্মশানের তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে শ্মশান পরিচালনা কমিটির আয়োজনে ২ দিন ব্যাপী হর-মুন্ড মালিনী উৎসব মঙ্গলবার দিবাগত রাতে শুরু হয়েছে। 

শ্মশানের শিব মন্দিরে শিব চর্তুদ্দশী তিথিতে মঙ্গলবার রাত ১২টা হতে চার প্রহরব্যাপী বাবা ভোলানাথের পূজা অনুষ্ঠিত হয়। বুধবার সকালে ঈশ্বরদীর হিন্দু সম্প্রদায়ের ভক্তরা মৌবাড়ি দূর্গা মন্দির হতে জল নিয়ে বিশাল নগ্ন পদযাত্রা করে শ্মশানে শিবের মাথায় ফুল-বেলপাতা সহকারে জল ঢালে। দিনব্যাপী শ্মশানে কীর্ত্তনের আয়োজন করা হয়েছে। জলঢালা অনুষ্ঠানের পর ভক্তরা শ্মশানে প্রসাদ সেবা গ্রহণ করেন। রাতে অমাবস্যা তিথিতে মুন্ড মালিনী শ্মশান কালী মাতার পূজার আয়োজন করা হয়েছে। দূর-দুরান্ত হতে হাজার হাজার হিন্দু সম্প্রদায়ের ভক্তরা এই উৎসবে যোগ দেন।

উল্লেখ্য, অত্র এলাকায় ঈশ্বরদীতেই হিন্দ্র সম্প্রদায়ের ‘ হর-মুন্ড মালিনী উৎসব’ উদযাপিত হয়।

এসময় উপস্থিত ছিলেন অধ্যাপক উদয় নাথ লাহিড়ী, বারোয়ারী পূজা কমিটির সভাপতি দিলিপ কুমার সরাফ, শ্মশান পরিচালনা কমিটির সভাপতি বিশ্ব নাথ পাল, সাধারণ সম্পাদক স্বপন কুমার কুন্ডু, সহ-সভাপতি ডা: জহর লাল বাগচী, কোষাধ্যক্ষ মাধব চন্দ্র পাল, পূজা উদযাপন কমিটির সভাপতি সুনিল চক্রবর্তি, প্রকৌশলী প্রবীর বিশ্বাস, সুভাষ চন্দ্র পাল, নিলু রঞ্জন কুন্ডু, নিচিত্র কুমার সরকার, প্রভাষক প্রবীন বিশ্বাস টোটন, লিখন কুন্ডু, স্বপন কুমার বিশ্বাস, সন্তোষ সরাফ, সোনা কর্মকার, উত্তম সাহা প্রমুখ।

(এসকেকে/এসপি/ফেব্রুয়ারি ১৪, ২০১৮)