কক্সবাজার প্রতিনিধি : কবি মানিক বৈরাগীর সুচিকিৎসা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করেছে কক্সবাজারের প্রগতিশীল রাজনৈতিক কর্মী, সাংস্কৃতিক সংগঠণ সহ বিভিন্ন পেশাজীবীরা।

রবিবার বেলা ১২ টার দিকে কক্সবাজারের জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জাফর আলম এ স্মারকলিপি গ্রহণ করেন। স্মারকলিপি প্রদানকালে কক্সবাজার শহর আওয়ামীলীগের সভাপতি মুজিবুর রহমান, সিপিবি জেলা কমিটির সাবেক সাধারন সম্পাদক সমীর পাল, জেলা যুবলীগ সভাপতি খোরশেদ আলম, বাংলাদেশ গ্রুপ থিয়েটারের কেন্দ্রীয় সদস্য তাপস রক্ষিত, সম্মিলিত সাংস্কৃতিক জোটের জেলা সভাপতি সত্যপ্রিয় চৌধুরী দোলন, সাধারন সম্পাদক মো. নজিবুল ইসলাম, সাবেক ছাত্র নেতা করিম উল্লাহ, শংকর বড়–য়া রুমি, কল্লোল দে চৌধুরী, রিদুওয়ান আলী, এবি সিদ্দিক খোকন, ছাত্রলীগের জেলা সভাপতি আলী আহমদ, জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি শহিদুল্লাহ, সাধারণ সম্পাদক সৌরভ দে, অন্তিক চক্রবর্তী, উদীচি জেলা কমিটির সম্বনয়ক ইঞ্জিনিয়ার সঞ্চয় কুমার দাশ, প্রজন্ম মঞ্চের আহবায়ক এ এইচ এম নজরুল ইসলাম প্রমুখ।


স্মারকলিপিতে বলা হয়, বিগত ৪ দলীয় জোট সরকার ও সাম্প্রদায়িক শক্তির হাতে নির্যাতিত কবি মানিক বৈরাগীর বর্তমানে অসুস্থ রয়েছে। ইতিমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে তিনি সাক্ষাত করেছেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার চিকিৎসা সহায়তা প্রদানের আশ্বাস দেন। এ দাবি বাস্তবায়নের দাবি জানানো হয়। অতিরিক্ত জেলা প্রশাসক গ্রহণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

এছাড়াও স্মারকলিপিতে স্বাক্ষর করেন কক্সবাজার জেলা জাসদের সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ, কক্সবাজার জেলা মুক্তিযোদ্ধা সাংসদের ডেপুটি কমান্ডার মো. শাহাজাহান, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের ও সাধারন সম্পাদক জাহেদ সরওয়ার সোহেল, সাংবাদিক তোফায়েল আহমেদ, দৈনিক কক্সবাজারের পরিচালনা সম্পাদক মুজিবুল ইসলাম, দৈনিক সমুদ্রকন্ঠের নির্বাহী সম্পাদক মেজবাহউর রহমান, কবি নুপা আলম, যমুনা টিভির জেলা প্রতিনিধি ইমরুল বায়েস, কবিতা বাংলার যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান, কবি সিরাজুল হক সিরাজ, হৈমন্তিকার জেলা সাধারণ সম্পাদক অনিল দত্ত, জেলা যুব ইউনিয়নের সভাপতি শম্ভু নাথ চক্রবর্তী, পৌর যুবলীগের সভাপতি শোয়েব ইফতেখার, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু তাহের আজাদ, জেলা ছাত্র মেত্রীর যুগ্ম আহবায়ক মনির মোবারক, যুব রেডক্রিসেন্টের যুব প্রধান কাজী মিজানুর রহমান, অনলাইন অ্যাক্টিভিষ্ট এর লিটন দেব নাথ সৈকত, কবি কালাম আজাদ, প্রজন্ম মঞ্চের সভাপতি ওসমান গনিসহ আরো অনেকেই।
এদিকে কবি মানিক বৈরাগীর সুচিকিৎসা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিতে সোমবার ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে কবি সৈয়দ শামসুল হকের নেতৃত্বে মানববন্ধনের কর্মসূচি রয়েছে।
(টিটি/এএস/জুলাই ০৬, ২০১৪)