চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনার চাটমোহরে এগারটি ইউনিয়ন ও পৌর এলাকার শিক্ষার্থীদের পৃথকভাবে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে শুদ্ধভাবে দলগত জাতীয় সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার সকালে উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠেয় প্রতিযোগিতায় উপজেলার তিনটি স্তরের ২৯টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

এ প্রতিযোগিতায় প্রাথমিক পর্যায়ে কুঠিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিকে সেন্ট রির্টাস হাইস্কুল ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে চাটমোহর মহিলা ডিগ্রি কলেজ প্রথম স্থান অধিকার করে।

প্রতিযোগিতা অনুষ্ঠান উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সরকার অসীম কুমার।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা এ্যাকাডেমিক সুপারভাইজার মো. গোলাম মোস্তফা, চাটমোহর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ শরিফ মাহমুদ সঞ্জু, পাকপাড়া শাহ মোখলেছুর রহমান আলীম মাদ্রাসার অধ্যক্ষ আবদুর রউফ, চড়ইকোল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাপস রঞ্জন তলাপাত্রসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ।

(এসএইচএম/এসপি/ফেব্রুয়ারি ১৪, ২০১৮)