নওগাঁ প্রতিনিধি : নওগাঁর সাপাহার উপজেলা সদরের পাইলট উচ্চ বিদ্যালয়ের পিছনে প্রফেসরপাড়া দোয়ানীপাড়া সড়কের মোস্তাক আহম্মেদের বাসার সামনে অপরিকল্পিত কাঁচা ড্রেনে জমে থাকা এলাকার পঁচা দুর্গন্ধযুক্ত পানি উপচে রাস্তায় ওঠায় পথচারিদের দুর্ভোগ বেড়েছে। বিশেষ করে স্কুল কলেজগামী ছাত্র-ছাত্রীরা পড়েছে চরম বিপাকে।

একাধিক ছাত্র-ছাত্রী ও অভিভাবক জানায়, রাস্তায় জমে থাকা পানির উপর দিয়ে রিক্সা-ভ্যান ও মটরবাইকের চাকা উঠলে সেই পানি ছিটকে পথচারিদের গায়ে পরে পরনের কাপড়-চোপড় নষ্ট হয়ে যায়। বিশেষ করে স্কুল কলেজ গামী ছাত্র-ছাত্রীদের এ সমস্যায় বেশি পড়তে হয়।

এ বিষয়ে সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আকবর আলী জানান, ড্রেনটি পাকা করনের জন্য টেন্ডার হয়ে গেছে। দুই এক মাসের মধ্যে এই ড্রেন পাকা করণের কাজ শুরু হবে। এব্যাপরে এলাকার সচেতন ও ভুক্তভোগি পথচারিরা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করেছেন।

(বিএম/এসপি/ফেব্রুয়ারি ১৪, ২০১৮)