কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি : একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস সুষ্ঠু সন্দুর ও যথাযোগ্য মর্যাদা উদযাপনের লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রস্তুতি মূলক সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুকতাদিরুল আহমেদ।

দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো: নুরুল ইসলাম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা রোজি, কেন্দুয়া পৌরসভার মেয়র মো: আসাদুল হক ভূঞা, অফিসার ইনচার্জ মো: সিরাজুল ইসলাম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো: দোলোয়ার হোসাইন, কেন্দুয়া ডিগ্রী কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ রনেন সরকার, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মো: বজলুর রহমান, কেন্দুয়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এ্যাডভোকেট আব্দুর রহমান ভূঞা, মুক্তিযোদ্ধা গোলাম জিলানী, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক সমরেন্দ্র বিশ্বশর্মা,নাট্যকার রাখাল বিশ্বাস, উপজেলা প্রেসক্লাবের সম্পাদক মো: মহিউদ্দিন সরকার, উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সুলতানা পারভীন পপি, প্রধান শিক্ষিকা বিলকিছ চৌধুরী প্রমুখ।

সভায় বিভিন্ন উপ-কমিটির গঠনসহ শহীদ মিনারের পবিত্রতা রক্ষায় বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।

(এসবি/এসপি/ফেব্রুয়ারি ১৪, ২০১৮)