স্টাফ রিপোর্টার : পেশাজীবী নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক ডেকেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ (বৃহষ্পতিবার) বিকেল ৪টায় বিএনপি চেয়ারপার্সনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার এ তথ্য জানিয়েছে।

বৈঠকে দলের শীর্ষ নেতারাও উপস্থিত থাকবেন বলে জানা গেছে। খালেদা জিয়ার অনুপস্থিতিতে দলের করণীয় সম্পর্কে বৈঠকে পেশাজীবীদের পরামর্শ নেয়া হবে বলেও দলীয় সূত্রে জানা গেছে।

(ওএস/এসপি/ফেব্রুয়ারি ১৫, ২০১৮)