চট্টগ্রাম প্রতিনিধি : এসএসসি পরীক্ষা শুরুর আগে মোবাইলে প্রশ্নপত্র পাওয়ায় ঘটনায় ১১ শিক্ষার্থীর প্রত্যেককে এক লাখ টাকার বন্ডে অভিভাবকের জিম্মায় জামিন দেওয়া হয়েছে। বুধবার দুপুরে চট্টগ্রামের প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ (শিশু আদালত) জান্নাতুল ফেরদৌস এ আদেশ দেন।

একই ঘটনায় একজন শিক্ষককে রিমান্ডের আবেদন করা হয়। বৃহস্পতিবার মহানগর ম্যাজিস্ট্রেট এর আদালতে শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা।

বুধবার দুপুরে মহানগর দায়রা জজ (শিশু আদালত) এর আদালতে পরীক্ষার আগে প্রশ্নপত্রসহ আটক ১৩ জনকে হাজির করা হয়। এ সময় উপস্থিত অর্ধশত আইনজীবী শিক্ষার্থীদের জামিন দেওয়ার আবেদন করে শুনানিতে অংশ নেন। পরে আদালত তাদেরকে অভিভাবকের জিম্মায় জামিন দেন।

আসামি পক্ষের আইনজীবী মনজুর আহমদ আনসারী বলেন, আমরা শিক্ষার্থীদের জামিন চাইলে আদালত শুনানি শেষে অভিভাবকদের জিম্মায় তাদের জামিন দেন। আগামী ধার্য্য তারিখে মা-বাবা নিজ দায়িত্বে ১১ জনকে আদালতে হাজির করবেন। শিক্ষিকার জামিন শুনানি বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে।

(জেজি/এসপি/ফেব্রুয়ারি ১৫, ২০১৮)