নওগাঁ প্রতিনিধি : বৃহস্পতিবার নওগাঁ সেবাশ্রম সংঘের মিলনায়তনে জেলার পুরোহিত ও সেবাইতদের ৩দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

ধর্মীয় ও আর্থ-সামাজিক প্রেক্ষাপটে পুরোহিত, সেবাইতদের দক্ষতা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় ‘ভূমি আইন, আইসিটি ও ডিজিটাল বাংলাদেশ’ ও ‘সামাজিক মূল্যবোধ’ শীর্ষক পৃথক দু’টি প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন, নওগাঁর অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট গোলাম মোঃ শাহনেওয়াজ।

হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্টের এসআরএস সিপিএস কার্যক্রমের আঞ্চলিক প্রশিক্ষণ কর্মকর্তা সিধেন চন্দ্র সিংহের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন, নওগাঁ পৌরসভার সাবেক নির্বাহী প্রকৌশলী কবি ও প্রাবন্ধিক গুরুদাস দত্ত বাবলু।

এসময় উপস্থিত ছিলেন, হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্টের এসআরএসসিপিএস কার্যক্রমের সহকারী প্রশিক্ষণ কর্মকর্তা পলাশ চন্দ্র মন্ডল ও হীরা বালা। ২৫ জন করে দু’টি ব্যাচে মোট ৫০ জন পুরোহিত, সেবাইত কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

(বিএম/এসপি/ফেব্রুয়ারি ১৫, ২০১৮)