ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের গফরগাঁও পৌরশহরের জেলা পরিষদের নির্মাণাধীন মিলনায়তনের ছাদ ধসে মো. জাহান মিয়া (৩০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে এ ঘটনা ঘটে।

এতে আহত হয়েছেন আরও ১৫ জন। এর মধ্যে গুরুতর আহতাবস্থায় আট জনকে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

নিহত জাহান মিয়া নেত্রকোনার দুর্গাপুরের বাসিন্দা।

আহত শ্রমিকরা জানান, এখনও তাদের দুজন শ্রমিক নিখোঁজ রয়েছেন। ধ্বংসস্তূপে তারা চাপা পড়ে আছেন বলে শ্রমিকরা ধারণা করছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ছাদ ধসের ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহত শ্রমিকদের উদ্ধার করে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য চিকিৎসা কেন্দ্রে নিয়ে যায়।

গফরগাঁও থানার ওসি আব্দুল আহাদ জানান, ময়মনসিংহ জেলা পরিষদের অর্থায়নে গফরগাঁওয়ে ডাকবাংলোর সামনে ৫০০ আসনের একটি মিলনায়তন নির্মাণ কাজ চলছিল। সকালে ছাদ ঢালাইয়ের সময় ধসে পড়ে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয় এবং কয়েকজন শ্রমিক আহত হন। দুর্ঘটনায় আরও দুই শ্রমিক নিখোঁজ রয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

(ওএস/এসপি/ফেব্রুয়ারি ১৬, ২০১৮)