নওগাঁ প্রতিনিধি : ফেষ্টুন উড়ানো ও আলোচনা সভার মধ্যে দিয়ে নওগাঁয় ৭দিন ব্যাপী বইমেলা ২০১৮ এর শুভ উদ্বোধন করা হয়েছে। 

এতে প্রধান অতিথি ছিলেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থপনা বিভাগের ভারপ্রাপ্ত সচিব সৌরেন্দ্র নাথ চক্রবর্তী। জেলা প্রশাসন ও একুশে পরিষদের আয়োজনে শুক্রবার সকালে কেডি সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে এর শুভ উদ্বোধন করা হয়।

একুশে পরিষদের সভাপতি এ্যাডঃ ডিএম আব্দুল বারীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান, পুলিশ সুপার ইকবাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক মাহবুবুর রহমান, নওগাঁ সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর শরীফুল ইসলাম খান, জেলা প্রেস ক্লাবের সভাপতি কায়েস উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন। বইমেলায় বইসহ বিভিন্ন হস্তজাত শিল্পের প্রায় ৫০টিরও বেশী ষ্টল মেলায় স্থাপিত হয়েছে। এ উপলক্ষে প্রতিদিন মেলায় আবৃত্তি, চিত্রাঙ্কন, সুন্দর হাতের লেখা, গল্পবলা, নৃত্য ও সংগীত প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে।

(বিএম/এসপি/ফেব্রুয়ারি ১৬, ২০১৮)