নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় দেশব্যাপী অনুষ্ঠিতব্য ‘তাঁত শুমারি ২০১৮’ এর তাঁত সংক্রান্ত প্রাথমিক তথ্য সংগ্রহ কাজের অগ্রগতি ও শুমারি বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের ভারপ্রাপ্ত সচিব সৌরেন্দ্র নাথ চক্রবর্ত্তী।

প্রকল্প পরিচালক ও জেলা পরিসংখ্যান কার্যালয় নওগাঁ তাঁত শুমারী ২০১৭( বিবিএস) এই অনুষ্ঠানের আয়োজন করে।

শুক্রবার সদর উপজেলার দোগাছী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিশ মত বিনিময় সভায় অন্যান্যের মধ্যে তাঁত শুমারি প্রকল্পের পরিচালক মহিউদ্দিন আহমেদ, সদর উপজেলার নির্বাহী অফিসার মুশতানজিদা পারভীন, বোয়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসানুর আল মামুন প্রমুখ বক্তব্য রাখেন।

সভায় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) সকল কর্মকর্তা কর্মচারী এবং দোগাছী গ্রামের তাঁত শিল্পে নিয়োজিত কর্মীগণ উপস্থিত ছিলেন।

(বিএম/এসপি/ফেব্রুয়ারি ১৬, ২০১৮)