ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : আইনমন্ত্রী অ্যাডভোটকেট আনিসুল হক বলেছেন, আদালত থেকে রায়ের কপি পাচ্ছেন না বলে ওনার (খালেদা জিয়া) আইনজীবীরা যা বলছেন সেটা সম্পূর্ণ মিথ্যা। আরেকটা ব্যাপার আমাদের কাছে অত্যন্ত দুঃখের, তাদের কাছে সেটা স্বাভাবিক। এর কারণ হচ্ছে ওনারা কোনো আইন-কানুন মানেন না।

শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ায় কসবা উপজেলা পরিষদ মিলনায়তনে এতিম শিশুদের মাঝে কম্বল বিতরণ ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, রায়ের কপি বিজ্ঞ আদালত যখন তৈরি করবেন তখন দিবেন। এর সঙ্গে সরকারের কোনো সংশ্লিষ্টতা নেই। সেই ক্ষেত্রে আমার মনে হয় ৬৩২ পাতার রায় যুক্তিসঙ্গত যতটুকু সময় লাগে ততটুকু সময়ের মধ্যে ওনারা পাবেন।

গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেয় আদালত। এই রায়ে খালেদা জিয়া সুবিচার পাননি বলে অভিযোগ করেন তার আইনজীবীরা। তারা এর বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন বলেও জানান।

উচ্চ আদালতে আপিল এবং জামিন আবেদনের জন্য রায়ে সত্যায়িত কপির দরকার হয়। খালেদার আইনজীবীরা রবিবারই এই কপি পাবেন বলে আশা করছিলেন। তবে এই কপি গত বৃহস্পতিবার পর্যন্ত তারা পাননি। শুক্র ও শনিবার সরকারি ছুটি থাকায় এই দুদিনও কপি পাচ্ছেন না।

এর পরিপ্রেক্ষিতে আইনজীবীরা অভিযোগ করেন, খালেদার বন্দিত্বের মেয়ার বাড়ানোর জন্যই সরকার মামলার কপি দিতে দেরি করছে। যদিও সরকারের বিভিন্ন পর্যায় থেকে বারবার বলা হচ্ছে এখানে সরকারের কোনো হস্তক্ষেপ নেই, এটা সম্পূর্ণ আদালতের বিষয়।

খালেদা জিয়াকে অন্য মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানো হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমে খবর বের হয়। এ সম্পর্কে আইনমন্ত্রী বলেন, ‘খালেদা জিয়াকে আর কোনো মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানো হয়নি। কোনো মামলা শ্যোন অ্যারেস্ট দেখানো হবেও না।’

এর আগে মন্ত্রী আখাউড়া উপজেলা যুবলীগ আয়োজিত আনন্দ র‌্যালিতে অংশ নেন। যুবলীগের নতুন কমিটি গঠন উপলক্ষে এ র‌্যালির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসিনা ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিসুল হক ভূইয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক রাশেদুল কায়সার প্রমুখ।

(ওএস/এসপি/ফেব্রুয়ারি ১৬, ২০১৮)