মৌলভীবাজার প্রতিনিধি : দেশ-বিদেশের শতাধিক প্রখ্যাত আলেম ও ধর্মপ্রান লাখো মানুষের উপস্থিতিতে শুরু হয়েছে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার দেশখ্যাত প্রখ্যাত বুজুর্গ মাওলানা লুৎফুর রহমান বর্ণবী (রহঃ) প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী কওমী মাদ্রাসা জামিয়া লুৎফিয়া আনওয়ারুল  উলূম হামিদ নগর বরুণা মাদ্রাসার ৭৭তম বার্ষিক সম্মেলন (ছালানা ইজলাস)। 

সম্মেলনকে কেন্দ্র করে শুক্রবার মাদ্রাসা মসজিদে কয়েক হাজার মুসলিøদের অংশগ্রহনে জুমার নামাজ আদায় করা হয় । শুক্রবার বাদ জুমা মাদ্রাসা প্রাঙ্গনে কোরআন তিলাওয়াত এর মাধ্যমে শুরু হয় এই সম্মেলন।

প্রতিবারের ধারাবাহিকতায় এবছরও মৌলভীবাজার জেলার বিভিন্ন উপজেলা ছাড়াও বিভাগীয় শহর সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, ময়মনসিংহ, বরিশাল নরসিংদি, নারায়নগঞ্জ, ব্রাম্মনবাড়িয়া, ঢাকা সহ দেশের নানা প্রান্ত থেকে হাজার হাজার মুসল্লিদের ঢল নামে। সন্ধ্যার আগে আগেই মাদ্রাসা প্রাঙ্গনে লাখো মুসল্লির সমাগম লক্ষ্য করা যায় । এ রির্পোট লেখা পর্যন্ত সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মাহফিলে আগত মুসল্লিদের পদভারে সম্মেলনস্থলের প্রায় তিন কিলোমিটার এলাকাজুড়ে মানুষের শ্রুত লক্ষ্য করা গেছে।

সরেজমির ঘুরে দেখা গেছে, সম্মেলনকে ঘীরে আইনশৃঙ্খলা রক্ষায় মাদ্রাসার নিজস্ব শতাধিক স্বেচ্ছাসেবকের পাশাপাশি শ্রীমঙ্গল থানা পুলিশ এর পক্ষ থেকেও ব্যপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হয়েছে। শনিবার ফজরের নামাজের পর আখেরী মোনাজাতের মধ্যদিয়ে ঐতিহ্যবাহী এই দ্বীনি বিদ্যাপিটের ৭৭তম সম্মেলনের সমাপ্তি ঘটবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ ।

এদিকে এবারের সম্মেলনে দেশের রাজনীতি অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ ছাড়াও সিলেটের মেয়র, যুক্তরাজ্য, ভারত সহ দেশের প্রখ্যাত আলেমরা বক্তব্য রাখবেন।

(একে/এসপি/ফেব্রুয়ারি ১৬, ২০১৮)