মৌলভীবাজার প্রতিনিধি : জিয়া অরফানেজ ট্রাষ্ট দূর্নীতি মামলায় বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বিশেষ আদালতের দেয়া সাজার প্রতিবাদে কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মৌলভীবাজারে জেলা বিএনপির উদ্যেগে গণস্বাক্ষর কর্মসূচী পালন করা হয়েছে। 

শনিবার দুপুরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান ভিপি মিজানুর রহমানের নেতৃত্বে শহরের পৌরসভার সামনে এই কর্মসূচীর উদ্বোধন করা হয়। শহরের চৌমুহনা , চাদনীঘাট ও কোর্টরোড সহ মোট তিনটি স্পটে এই গণস্বাক্ষর কর্মসূচি পালন করেন দলের নেতাকর্মীরা।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান বলেন, দেশনেত্রীকে মুক্ত করতে দলের কেন্দ্র ঘোষিত গণস্বাক্ষর কর্মসূচিতে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। তিনি বলেন, এ পর্যন্ত প্রায় চারশো স্বাক্ষর সংগ্রহ করা হয়েছে, তবে এ সংখ্যা আরো অনেক বাড়বে।

এ দিকে জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য নাসের রহমান এর নেতৃত্ত্বাধিন জেলা বিএনপির অপর গ্রুপও একই দিন সকাল ১১টাথেকে ১২ পর্যন্ত শহরের চৌমুহনা এলাকায় দলের নেতাকর্মীদের সাথে নিয়ে জেলা সহ-সভাপতি এম,এ মুকিদ এর নেতৃত্বে গণস্বাক্ষর কর্মসূচি পালন শুরু করলেও পুলিশি বাধায় ১ ঘন্টার মাথায় কর্মসূচি সমাপ্ত করতে হয় বলে জানান, পৌর বিএনপি নেতা মনোয়ার আহমেদ রহমান।

অপরদিকে জেলা বিএনপির সহ সভাপতি ও সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ূন এর নেতৃত্বে বিএনপির তৃতীয় আরেকটি গ্রুপ দুপুর ১টার দিকে নেতাকর্মীদের সাথে নিয়ে কর্মসূচি পালন করেন।

(একে/এসপি/ফেব্রুয়ারি ১৭, ২০১৮)