চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনার চাটমোহরে বিধবা মহিলাকে শ্লীলতাহানীর অভিযোগে পুলিশ এক বৃদ্ধকে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তি হল- উপজেলার নিমাইচড়া ইউনিয়নের শীতলাই গ্রামের রজব আলীর ছেলে মো. সেতার আলী (৬০)।

শুক্রবার চাটমোহর থানায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ আইনে মামলা দায়ের করেন একই গ্রামের শ্লীতহানির শিকার ওই মহিলা (৫০)।

জানা যায়, বিধবা মহিলাকে দীর্ঘদিন ধরে মোবাইলের মাধ্যমে কু-প্রস্তাব দিয়ে আসছিল সেতার আলী। গত ৮ ফেব্রুয়ারি রাতে বাড়িতে তাকে একা পেয়ে ঘরে ঢুকে শ্লীলতাহানির চেষ্টা চালায়। এক পর্যায়ে ওই মহিলার চিৎকার-চেঁচামেচিতে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় সেতার আলী। এ বিষয়টি নিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ গ্রাম্য প্রধানদের কাছে বিচার দিয়েও কোন প্রতিকার না পাওয়ায় হান্ডিয়াল পুলিশ তদন্ত কেন্দ্রে অভিযোগ দেন ওই বিধবা।

পরে হান্ডিয়াল পুলিশ তদন্ত কেন্দ্রের ওসি (তদন্ত) মো. শাহীন রেজা বৃহস্পতিবার রাতে সেতার আলীকে আটক করে চাটমোহর থানায় সোপর্দ করেন। বিধবা মহিলা বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে পুলিশ সেতার আলীকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে। মামলা নং ১৬/১৮।

অভিযোগে আরও জানা যায়, এরআগে কু-প্রস্তাবের বিষয় নিয়ে উভয় পরিবারের লোকজনের মধ্যে একাধিকবার বাকবিতন্ডা ও মারামারি হয়। এরপর সেতার আলীর স্ত্রী বিধবা ওই মহিলার বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন।

তবে অভিযুক্ত সেতার আলী অভিযোগ অস্বীকার করে বলেন, আমার বিরুদ্ধে অভিযোগ সত্য নয়। তিনি সম্পর্কে আমার চাচী। আমি ষড়যন্ত্রের স্বীকার।

স্থানীয় ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান খোকন জানান, সেতার আলীর সাথে দীর্ঘদিন ধরেই ওই বিধবা মহিলার মধ্যে সম্পর্ক ছিল। ইতোপূর্বে এ বিষয় নিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধে সৃষ্টি হয়। পূর্ব বিরোধের জের ধরেই মুলত বিধবা ওই মহিলা শ্লীলতাহানির এই অভিযোগ দিয়েছে।

চাটমোহর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আহসান হাবীব জানান, বিধবা ওই মহিলা শ্লীলতাহানির অভিযোগ এনে মামলা দায়ের করলে সেতার আলীকে গ্রেফতার দেখিয়ে শুক্রবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

(এসআইএম/এসপি/ফেব্রুয়ারি ১৭, ২০১৮)