ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় ইউরোপিয়ান ইউনিয়নের সহযোগীতায় পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচি-২ শীর্ষক প্রকল্পের ২য় পর্যায়ে নিয়োজিত ১’শ ৭০ জন নারী কর্মীদের মাঝে সনদপত্র সঞ্চয়ী চেক বিতরণ করা হয়েছে।

শনিবার দুপুরে ঝিনাইদহ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ঝিনাইদহ সদর উপজেলা প্রকৌশলী ফয়সাল আহমেদ’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী সমি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম, পোড়াহাটি ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম হিরন, হরিশংকরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খন্দকার ফারুকুজ্জামান ফরিদ, সুরাট ইউনিয়নের চেয়ারম্যান কবির হোসেন জোয়ার্দ্দার কেবি।

অনুষ্ঠানে আলোচনা সভা শেষে সদর উপজেলার ১’শ ৭০ জন নারী কর্মীদের হাতে ৩৬ হাজার টাকা ও সনদপত্র তুলে দেওয়া হয়।

(জেআরটি/এসপি/ফেব্রুয়ারি ১৭, ২০১৮)