মৌলভীবাজার প্রতিনিধি : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অনুরোধে এক সাপ্তাহ পর আমরন অনশন ভাঙ্গলেন বিএনপি নেতা অ্যাডভোকেট আবেদ রাজা।

রবিবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে কুলাউড়া সরকারী হাসপাতালে মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য এম, নাসের রহমান জুস পান করিয়ে দলের সহ সভাপতি আবেদ রাজার অনশন ভাঙান।

এর আগে ফোনে বিএনপির মহা সচিবের সাথে কথা বলেন আবেদ রাজা।

কুলাউড়া থানার ওসির অপসারনসহ চারদফা দাবীতে টানা সাত দিন অনশনে ছিলেন আবেদ রাজা। অনশনের প্রথম দিন রাতে অসুস্থ হয়ে কুলাউড়া হাসপালে ভর্তি হন তিনি। এম.নাসের রহমান জানান, মহাসচিবের নির্দেশে আমি অনশন ভাঙাতে এসেছি।

এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ সভাপতি আব্দুল মুকিত, আশিক মোশাররফ, সহ সাধারণ সম্পাদক হেলু মিয়া, জেলা বিএনপির সাংগঠনিক বকশী মিসবাউর রহমান, উপজেলা বিএনপির সভাপতি কামাল উদ্দিন আহমদ জুনেদ প্রমুখ।

উল্লেখ্য, গত সোমবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ২টা ৩০ মিনিটের দিকে কুলাউড়া পৌর শহরের স্বাধীনতা সৌধে আমরন অনশনে বসেন মৌলভীবাজার জেলা বিএনপির সহ-সভাপতি ও সুপ্রিম কোর্টের প্রবিণ আইনজীবি এড. আবেদ রাজা। পরে ওই দিন রাত ১টায় শারীরিক অবস্থার অবনতি দেখা দিলে কুলাউড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে।

১৫ ফেব্রুয়ারি কুলাউড়া হাসপাতাল কর্তৃপক্ষ উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণের জন্য ছাড়পত্র দেয়া হলেও বিএনপি নেতা আবেদ রাজা তা ফিরিয়ে দেন। পরে স্বদিচ্ছায় হাসপাতাল থাকবেন বলে কর্তৃপক্ষের কাছে লিখিত দেন তিনি।

(একে/এসপি/ফেব্রুয়ারি ১৮, ২০১৮)