কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজার সদর থানার পুলিশ রবিবার সকাল থেকে রাত পর্যন্ত একটি অভিযান নিয়ে নানা নাটকীয় ঘটনার জন্ম দিয়েছে। বিভিন্ন সূত্র সংবাদকর্মীদের জানানো হয়, সদর থানার পুলিশ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ একজনকে আটক করেছে।

বিষয়টি নিয়ে থানার অপারেশন কর্মকর্তা এসআই মোস্তফা কামালের সাথে যোগাযোগ করা হলে তিনি পুলিশ অভিযানের সত্যতা স্বীকার করে অভিযানে নেতৃত্বদানকারি পুলিশের এএসআই আবদুল মান্নানের সাথে যোগাযোগ করার জন্য বলেন।

এএসআই আবদুল মান্নান ইয়াবা সহ একজনকে আটকের সত্যতা স্বীকার করে জানান, ইয়াবার সংখ্যা এবং আটকের নাম বলা যাবে না। রাত ৮ টার পরে বিষয়টি তিনি জানাতে পারবেন বলে জানান। কিন্তু কি কারণে রাত ৮ টা পর্যন্ত বিষয়টি তিনি পরিষ্কারভাবে বলেননি। রাত ৮ টার পরে ওই পুলিশ কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

পরে কক্সবাজার সদর থানায় গিয়ে এব্যাপারে যোগাযোগ করা হলে এএসআই আবদুল মান্নান জানান, ১২ শত ইয়াবা সহ মো. জাফর আলম (৩৫)কে আটক করা হয়। জাফর আলম মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের গোলাম হোসেনের পুত্র। শহরের এন্ডারসন রোড় ধেকে ইয়াবা সহ এ যুবককে আটক করা হয়।

কিন্তু পুলিশের একটি সূত্র বলছে, বিপুল পরিমাণ ইয়াবা সহ এক যুবককে আটকের পর ওই কর্মকর্তা ইয়াবা সরিয়ে নেন। ফলে অভিযানটি নিয়ে তিনি নাটক করেন। এনিয়ে পুলিশের মধ্যেও চলছে নানা আলোচনা।

(টিটি/অ/জুলাই ০৬, ২০১৪)