গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জে গতকাল সোমবার সকালে স্কুলে যাওয়ার পথে মুখোশধারী একদল যুবক ৮ বছরের শিশু মোছাঃ সামান্তা আলিফকে অপহরণের চেষ্টা করে। আলিফের চিৎকারে আশ-পাশের লোকজন ছুটে আসলে শিশুকে দেয়ালের সাথে ধাক্কা মেরে আহত করে মুখোসধারী যুবকরা পালিয়ে যায়।

আহত শিশু সামান্তাকে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গোবিন্দগঞ্জ উপজেলার জগদীশপুরের মুকন্দপুর গ্রামের মোঃ আব্দুস সবুর জানান, তার ৮ বছরের শিশু মোছাঃ সামান্তা আলিফ প্রতিদিনের ন্যায় সোমবার সকাল ৯টার দিকে ভ্যানযোগে স্কুলের যাওয়ার সময়
পথিমধ্যে মুখোশধারী ৫ যুবক স্কুল ভ্যানের গতিরোধ করে । এরপর মুখোশধারী যুবকরা ভ্যান থেকে সামান্তা আলিফকে জোড়পুর্বক নামিয়ে পার্শ্ববর্তী বাঁশঝাড়ে নিয়ে গিয়ে পয়জন (বিষ) জাতীয় কিছু খাওয়ায়।

এসময় সামান্তার চিৎকারে আশ-পাশের লোকজন ছুটে আসলে মুখোশধারী যুবকরা দৌড়ে পালানোর সময় সামান্তাকে বিদ্যালয়ের দেয়ালে স্বজোরে ধাক্কা দেয়। এতে সামান্তার মাথা, হাত সহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতে আহত হয় এবং দুই তিনবার বমন করে। এ ঘটনা জানাজানি হলে এবং সামাতার বাবা
আব্দুস সবুর ঘটনাটি জানার পর সামান্তাকে নিয়ে গোবিন্দগঞ্জ হাসপাতালে ভর্তি করে। অতঃপর কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য সামান্তাকে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয় বলে তিনি জানান।

এ ঘটনায় গোবিন্দগঞ্জ থানায় একটি অভিযোহ পত্র দাখিল করা হয়েছে বলে আব্দুস সবুর জানান । এব্যাপারে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মজিবুর রহমান সোমবার বিকাল সাড়ে ৫টায় জানান তিনি এধরনের কোন অভিযোগ পাননি।

(এসআরডি/এসপি/ফেব্রুয়ারি ১৯, ২০১৮)