হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি : হালুয়াঘাট পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ২৯ মার্চ হালুয়াঘাট পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।

জানা যায়, ২০১৪ সনের ৩ সেপ্টেম্বার তৎকালীন প্রয়াত সমাজকল্যাণ প্রতিমন্ত্রী এ্যাডভোকেট প্রমোদ মানকিন এমপি আনন্দ শোভাযাত্রার মাধ্যমে হালুয়াঘাট পৌরসভার উদ্ভোধন করেন। হালুয়াঘাট পৌরসভার নির্বাচনে ১৪ হাজার ৪ শত ২৭ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন।

এ বিষয়ে উপজেলা নির্বাচন কমকর্তা সজল চন্দ্র সরকার বলেন, স্থানীয় সরকার (পৌরসভা) নির্বাচন বিধিমালা ২০১০ এর বিধি ৫ অনুযায়ী নির্বাচন কমিশন পৌরসভার মেয়র,সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর এবং সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।

পৌরসভা নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১ মার্চ, মনোনয়নপত্র বাছাই ৪ মার্চ, প্রার্থীতা প্রত্যাহার ১২ মার্চ, প্রতীক বরাদ্দ ১৩ মার্চ এবং ভোটগ্রহণ ২৯ মার্চ অনুষ্ঠিত হবে বলে তিনি জানান।

উল্লেখ্য, যে নির্বাচন অনুষ্ঠানের জন্য গত ১৮ ফেব্রয়ারি হেলালুদ্দীন আহমদ ইসির ভারপ্রাপ্ত সচিব স্থানীয় সরকারের কয়েকটি নির্বাচনের তফসিল ঘোষণা করেন। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৯ মার্চ ৩৪টি ইউনিয়ন পরিষদের (ইউপি) সাধারণ, ৫৩টি ইউপিতে উপ-নির্বাচন, চারটি পৌরসভায় সাধারণ, একটি পৌরসভায় মেয়র পদে ও চারটিতে সাধারণ কাউন্সিলর পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। এছাড়া চট্টগ্রাম ও খুলনা সিটি কর্পোরেশনের ২টি ওয়ার্ডে উপ-নির্বাচন ও ২টি উপজেলায় চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

(জেসিজি/এসপি/ফেব্রুয়ারি ১৯, ২০১৮)