গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জে অভিনব কায়দায় টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগে ২ ইরানী নাগরিককে তাদের প্রাইভেট কারসহ গ্রেফতার করেছে গোবিন্দগঞ্জ থানা পুলিশ। গতকাল রবিবার বিকেলে আটকৃত ওই দুই ইরানী নাগরিকের নাম আমরুল ও মরিয়ম।

থানা ও অভিযোগ সূত্রে জানা গেছে, ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ উপজেলার কোমরপুর বাজারে রফিকুল ইসলামের দোকানে ভাংরি মালামাল কেনার জন্য গতকাল রবিবার দুপুর ১টার দিকে বগুড়া জেলার কাহালু উপজেলার ওসমান আলী মন্ডলের ছেলে জিয়াউর রহমান অবস্থান করছিল। এক পর্যায়ে দোকানের সামনে সিলভার কালারের প্রাইভেট কারে থাকা ইরানী নাগরিক আমরুল ও মরিয়ম এক হাজার টাকার নোট দেখায় ও তাদের ভাষায় ও এলোমেলো কথা বলতে থাকে ।

এসময় বিদেশী নাগরিক হওয়ায় পাশে থাকা লোকজন ভাবে সে হয়ত টাকা খুচরা করতে চাইছে । এসময় টাকা খুচরা দেয়ার জন্য জিয়াউর রহমান এক শত টাকা নোটের ১০ হাজার টাকার বান্ডিল ও একলক্ষ টাকার একটি বান্ডিল বের করলে উক্ত ইরানী দ্বয় আমরুল ও মরিয়ম তার হাত থেকে এক লক্ষ টাকার বান্ডিল নিয়ে পিন খুলে এলোমেলো করে এবং ৬০হাজার টাকা নিয়ে বাকি ৪০ হাজার টাকা দোকানের সামনে ছড়িয়ে ছিঁটিয়ে ফেলে দিয়ে ইরানী নাগরিক দ্বয় দ্রুত প্রাইভেট কার নিয়ে গোবিন্দগঞ্জের দিকে পালিয়ে যায়। এ ঘটনায় হতবাক ঘটনাস্থলের লোকজন পিছু পিছু ধাওয়া করে ও পুলিশকে জানায়।

খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানা পুলিশ ওই লোকদের সাথে ধাওয়া করে উত্তর বাসষ্ট্রান্ডে পৌঁছিলে ওই প্রাইভেট কারের চাকা পানচার হলে স্থানীয় লোকজনের সহায়তায় পুলিশ তাদেরকে প্রাইভেট কারসহ আটক করতে করে থানায় আনে। তাদের কাছে বেশ কিছু ডলার, টাকা ও পাসপোর্ট উদ্ধার করে পুলিশ। এ ব্যপারে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী রবিবার সন্ধায় গোবিন্দগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছে।

গোবিন্দগঞ্জ থানার ওসি মজিবুর রহমান পিপিএম বিষয়টি নিশ্চিত করে জানান, এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এ ব্যাপারে পরে বিস্তারিত জানানো হবে।

উল্লেখ্য, 'গত বছর একই কায়দায় গোবিন্দগঞ্জ শহরের একটি টিনের দোকানের ক্যাশ বাক্স থেকে টাকা ছিনেয়ে নেয়ার অভিযোগে ৩ ইরানী অভিনব প্রতারককে পুলিশ আটক করলে তারা দীর্ঘ দিন জেল হাজতে ছিল।

(এসআরডি/এসপি/ফেব্রুয়ারি ১৯, ২০১৮)