সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গাড়াদহ ইউনিয়নের তালগাছি হাটের সরকারি পেরিফেরি সম্পত্তি থেকে সোমবার সকালে ভ্রাম্যমান আদালতের একটি টিম অভিযান চালিয়ে প্রায় অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে। শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শেহেলী লায়লা এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

এ সময় সহকারী কমিশনার(ভূমি) মোহাম্মদ হাসিব সরকার,গাড়াদহ ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলামসহ র্যাব,পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি বিশেষ টিমের সদস্যবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন।

উচ্ছেদকৃত স্থাপনার মধ্যে ছিল, দোকানপাট, সরিষার আড়ৎ ও বেশকিছু বাড়িঘর। শাহজাদপুর ভূমি অফিস সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে স্থানীয় কতিপয় প্রভাবশালী ব্যাক্তি তালগাছি হাটের সরকারি পেরিফেরি সম্পত্তি জোরপূর্বক অবৈধ ভাবে দখল করে এ সব স্থাপনা গড়ে তুলে ব্যাবসা বাণিজ্য ও বসবাস করে আসছিল।

হাটের এ সম্পত্তি ছেড়ে দেয়ার জন্য জেলা প্রশাসন থেকে বারবার চিঠি দিয়ে অবহিত করা জলেও এরা দখল ছেড়ে না দেয়ায় এ দিন ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এদের উচ্ছেদ করা হয়।

(এমএসএম/এসপি/ফেব্রুয়ারি ১৯, ২০১৮)