মাদারীপুর প্রতিনিধি : নানা আয়োজনের মধ্য দিয়ে মাদারীপুরে জেলা শিল্পকলা একাডেমীর ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। সোমবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমী ভবনে কেক কাটার মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা।

কেক কাটা শেষে গান, কবিতা ও নাচ পরিবেশন করেন শিল্পীরা।

এ সময় উপস্থিত ছিলেন জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক এবিএম বজলুর রহমান রুমি (মন্টু খান), প্রেসক্লাবের আহবায়ক সাংবাদিক শাহজাহান খান, মাদারীপুরের কালচারাল অফিসার মো. সাইফুল ইসলাম মিলন, সাংবাদিক জাহাঙ্গীর কবির, জেলা শিল্পকলার নাট্য প্রশিক্ষক আ.জ.ম কামাল, গানের প্রশিক্ষক সীমা সাহা, জেলা শিল্পকলা একাডেমীর সদস্য সাংবাদিক আয়শা সিদ্দিকা আকাশী, অফিস সহকারী সুব্রত বণিক, আবৃত্তি প্রশিক্ষক ইমরান সাগর, সুবর্ণগ্রামের স্টাফ রির্পোটার ফারজানা আক্তার মুন্নি প্রমুখ।

শিল্পকলার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমীতে সাংস্কৃতিক অনুষ্ঠানে নানা পেশাজীবীর মানুষ উপস্থিত ছিলেন।


(এএসএ/এসপি/ফেব্রুয়ারি ২০, ২০১৮)