বিনোদন ডেস্ক : একুশে পদকপ্রাপ্ত নির্মাতাদের সম্মাননা দিতে যাচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি। মোট ২১ জন নির্মাতা পাচ্ছেন এই সম্মাননা। বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার।

মুশফিকুর রহমান গুলজার বলেন, ‘জহির রায়হান, আব্দুল জব্বার খান, সাদেক খান, খান আতাউর রহমান থেকে শুরু করে একুশে পদক পাওয়া নির্মাতা, যাদের আমরা হারিয়েছি ও যারা বেঁচে আছেন প্রত্যেককেই সম্মাননা দিবে পরিচালক সমিতি। এবার একুশে পদক পেয়েছেন অভিনেতা ও নির্মাতা ইলিয়াস কাঞ্চন তিনি সহ মোট একুশ জন নির্মতাকে আমরা সম্বর্ধনা দেব।’

কবে ও কখন সম্মাননা দেওয়া হবে? গুলজার জানালেন, ২৬ কিংবা ২৭ ফেব্রুয়ারি এফডিসিতে সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হবে। দুই এক দিনের মধ্যে চূড়ান্ত তারিখ ও সময় ঘোষণা করা হবে।

যারা সম্মাননা পাচেছন তাদের মধ্যে আরও আছেন সৈয়দ শাসুল হক, আমজাদ হোসেন, হুমায়ূন আহমেদ, সুভাষ দত্ত, গাজী মাজহারুল আনোয়ার, চাষী নজরুল ইসলাম, নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, এটিএম শামসুজ্জামান, ইলিয়াস কাঞ্চন প্রমুখ।

(ওএস/এসপি/ফেব্রুয়ারি ২০, ২০১৮)