আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, সিরিয়া সরকারের অনুরোধে সম্পূর্ণ বৈধভাবে দেশটিতে সামরিক উপদেষ্টার কাজ করছে ইসলামি প্রজাতন্ত্র ইরান।

তিনি সোমবার মস্কোয় ভালদাই সম্মেলনের অবকাশে সাংবাদিকদের বলেন, ফ্রান্স যখন ইরানকে সিরিয়া থেকে সেনা প্রত্যাহার করতে বলে তখন প্যারিস হয়ত একথা ভুলে যায় যে, দামেস্কের অনুরোধে সিরিয়ায় গেছে তেহরান। তাই ফ্রান্সের ভেবেচিন্তে কথা বলা উচিত।

ল্যাভরভ আরো বলেন, ফ্রান্স এবং আমেরিকাই বরং দামেস্কের অনুমতি না নিয়ে দেশটিতে বিশেষ বাহিনী মোতায়েন করেছে; যা সম্পূর্ণ বেআইনি।

রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, ফ্রান্স ও ব্রিটেনের ভাড়াটে বাহিনী সিরিয়ায় যুদ্ধ করছে।

এর আগে ভালদাই ডিসকাশন ক্লাবের সম্মেলনে সোমবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফ বলেন, সিরিয়া ও ইরাকে তার দেশের কোনো সামরিক ঘাঁটি নেই। জারিফ আরো বলেন, মধ্যপ্রাচ্যে নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার বিষয়ে ইরান ও রাশিয়ার যৌথ প্রচেষ্টায় ফল এসেছে।

(ওএস/এসপি/ফেব্রুয়ারি ২০, ২০১৮)