লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলার কাশিপুর ইউপির বাহিরপাড়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষে স্কুল শিক্ষার্থীসহ ৬ জন আহত হয়েছেন। এসময় ৩টি বাড়ি ভাংচুর করা হয়েছে। আহতদের লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 

পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে, উপজেলার কাশিপুর ইউপির বাহিরপাড়া গ্রামে জমি নিয়ে ইউপি মেম্বর ইব্রাহিম মোল্যা সমর্থিত লোকজনদের সাথে একই গ্রামের সাবেক মেম্বর আলী শেখ সমর্থিত লোকজনদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

এর জের ধরে মঙ্গলবার সকাল ৭টার দিকে ইউপি মেম্বর ইব্রাহিম মোল্যার নেতৃত্বে মুরাদ, মনি মিয়া, কুদ্দুস, মিরাজ, কামরুলসহ ১০/১৫ জনের একদল সন্ত্রাসী অতর্কিত ভাবে কওছার শেখের বাড়ি চড়াও হয়ে হামলা চালায়।

এসময় সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের কোপে আনিস শেখ, কওছার শেখ, স্কুল শিক্ষার্থী সুখী খানম, জাকির বিশ্বাস আহত হয়। এ সময় সাবেক মেম্বর আলী শেখ, কওছার শেখ,আফজাল শেখের বাড়ি ব্যাপক ভাংচুর করা হয়। আহতদের লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে লোহাগড়া থানার এসআই শাহীন আহম্মেদের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

(আরএম/এসপি/ফেব্রুয়ারি ২০, ২০১৮)