মদন (নেত্রকোনা) প্রতিনিধি : মোবাইলে প্রথমে কথা হয় তাদের। সেখান থেকে গড়ে উঠে তাদের প্রেমের সম্পর্ক। আর প্রেমের ফসল ঘরে তুলতে দুজনেই সিদ্ধান্ত নেয় বিয়ে করার। অবশেষে সোমবার প্রেমিকা প্রেমের টানে পাবনা জেলা থেকে চলে আসে প্রেমিকের বাড়ি নেত্রকোনার মদন উপজেলার তিয়শ্রী ইউনিয়নের বৈঠাকালী গ্রামে। 

পুলিশ জানায়, নেত্রকোনার মদন উপজেলার বৈঠাকালী গ্রামের কৃষক আবুল কাশেমের বখাটে ছেলে হুমায়ুন (১৯) এর সাথে মোবাইল ফোনে রং নম্বরে পরিচয় হয় পাবনা সদর জেলার কয়রা গ্রামের সামছুল রহমান খানের স্কুল পড়–য়া মেয়ে শিমা আক্তার রিমার (১৭)। পরে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। সোমবার মেয়েটি বাড়ি থেকে পালিয়ে মদন উপজেলায় প্রেমিকের বাড়িতে পৌঁছে। তখন প্রেমিকে পছন্দ না হওয়ায় ও পারিবারিক অবস্থা ভাল না থাকায় নিজের ভুল বুঝতে পেরে বিয়ে না করেই অবশেষে নিজ বাড়িতে চলে যাওয়ার অভিমত ব্যক্ত করে। এ খবর পেয়ে গোপন সংবাদের ভিত্তিতে মদন থানা পুলিশ প্রেমিকের বাড়ি থেকে উভয়কে আটক করে। মেয়ের পরিবার পাবনা সদর থানায় সোমবার একটি নিখোঁজের ডায়েরি করেছেন।

মদন থানার ওসি মোঃ শওকত আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে ছেলের বাড়ি থেকে তাদের আটক করা হয়। মেয়ের বাবাকে খবর দেয়া হয়েছে, তিনি আসলে মেয়ের সিদ্ধান্তনুযায়ী তার হাতে তুলে দেয়া হবে। তবে মেয়ের পক্ষ কোন মামলা করতে রাজি নয়।

(এএমএ/এসপি/ফেব্রুয়ারি ২০, ২০১৮)