আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : আগৈলঝাড়ায় রাতের আধারে একটি মন্দিরের প্রতীমা ভাংচুর করেছে দুর্বৃত্তরা। খবর পেয়ে প্রশাসন ও আওয়ামীলীগ নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেছে। উপজেলার বাগধা ইউনিয়নের জয়রামপট্টি গ্রামে প্রতিষ্ঠিত সার্বজনীণ শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির ও গসেশ পাগল সেবাশ্রমে রাধা-কৃষ্ণ, গৌর-নিতাই প্রতীমা সোমবার রাতের আধারে ভাংচুর করেছে দুর্বৃত্তরা।

মন্দিরের সেবায়েত নিত্যানন্দ বল্লভ, সভাপতি মনীন্দ্র নাথ বাড়ৈ ও স্থানীয়রা জানান, প্রতিদিনের মত সোমবার সন্ধ্যায় পূজা আহ্নিক শেষে রাতে অনুষ্ঠান শেষে সুরক্ষিত মন্দির তালাবদ্ধ করে সেবায়েতসহ আগত ভক্তরা বাড়ি যান। মঙ্গলবার সকালে নিত্যসেবা করতে গিয়ে স্থানীয় ঊষা রানী বল্লভ মন্দিরের দরজা খুলে প্রতীমাগুলো ভাংচুর করা অবস্থায় দেখতে পান। মুহুর্তের মধ্যে মন্দিরের প্রতীমা ভাংচুরের খবর ছড়িয়ে পরলে উৎসুক জনতা মন্দির আঙ্গিনায় জড়ো হয়।

খবর পেয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক মোল্লা, জেলা আওয়ামীলীগ নেতা ও মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক অনমিষে মন্ডল ঘটনাস্থলে পরিদর্শন করেন।

ওসি রাজ্জাক মোল্লা জানান, এলাকার দুষ্ট ছেলেরা রাতের আধারে মন্দিরের দরজা বিহীন জানালা দিয়ে বাঁশের লাঠির সাহয্যে প্রতীমা ফেলে দিয়ে ভাংচুর করেছে। ম

ন্দির কমিটির সদস্যদের বরাত দিয়ে ওসি আরও জানান, কোন লোকের উপর তারা সন্দেহ করতে পারছে না। তারপরেও বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে। মন্দির কমিটি মামলা করলে আইনগত ব্যবস্থা নেয়ার কথাও জানান তিনি।

(টিবি/এসপি/ফেব্রুয়ারি ২০, ২০১৮)