রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি : আজ মঙ্গলবার দুপুরে কুড়িগ্রামের রাজারহাটে অগ্নিকাণ্ডে ৪টি দোকানের নগদ ২০হাজার টাকাসহ প্রায় ৭০লক্ষাধিক টাকার মালামাল ভস্মিভূত হয়েছে। খবর পেয়েও দেরীতে আসায় বিক্ষব্ধ এলাকাবাসীর তোপের মুখে ফায়ার সার্ভিসের ইউনিট ফিরে যায়। 

পুলিশ ও এলাকাবাসী জানান, উপজেলার উমরমজিদ ইউনিয়নের ফরকের হাট বাজারে ২০ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে আঃ সামাদ মিয়ার ফার্মেসী থেকে বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে প্রত্যক্ষদর্শীরা ধারনা করেন।

ক্ষণিকের মধ্যে আগুনের লেলিহান শিখায় পুরো এলাকা প্রজ্বলিত হয়ে উঠে। দ্রুত পাশের ব্যবসায়ী রুবেল মিয়ার টিনের দোকান, আঃ সামাদ মিয়ার ফার্মেসী, হারুন মিয়ার ইলেক্ট্রনিক্সের দোকান ও মোস্তাফিজারের গবাদী পশুর খাদ্য ও ওষুধের দোকানে আগুন ছড়িয়ে পড়ে। এতে প্রায় নগদ ১০হাজার টাকা সহ ৭০ লক্ষাধিক টাকার মালামাল আগুনে পড়ে ছাই হয়ে যায় বলে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা জানান।

এলাকাবাসীরা আগুন নিভানোর চেষ্টা চালায়। খবর পেয়ে উলিপুর থেকে ফায়ার সার্ভিস ইউনিট আসলে বিক্ষুব্ধ এলাকাবাসীরা তাদের উপর ইটপাটকেল নিক্ষেপ করেন। নিরুপায় হয়ে তারা ফিরে যান।

বিষয়টি রাজারহাট থানা পুলিশ জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে পূনরায় কুড়িগ্রাম ফায়ার সার্ভিস ইউনিটকে নিয়ে এসে পুলিশী পাহারায় আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসে বলে রাজারহাট থানার অফিসার ইনচার্জ মোঃ মোখলেসুর রহমান নিশ্চিত করেন।

(পিএমএস/এসপি/ফেব্রুয়ারি ২০, ২০১৮)