লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি : লোহাগড়ায় মিথ্যা ও হয়রাণী মূলক মামলার প্রতিবাদে নড়াইল জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও চাঞ্চল্যকর দিঘলিয়া ইউপির চেয়ারম্যান লতিফুর রহমান পলাশ হত্যা মামলার প্রধান আসামী শরীফ মনিরুজ্জামানের পরিবারের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়েছে। 

মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় উপজেলার লক্ষ্মীপাশা চৌরাস্তায় অবস্থিত একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নড়াইল জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শরীফ মনিরুজ্জামানের বড় বোন সাবিনা ইয়াসমিন নিরু। এ সময় পরিবারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সাবিনা ইয়াসমিন নিরু বলেন, গত ১৫ ফেব্রুয়ারি দুপুর ১২টার দিকে লোহাগড়া উপজেলা পরিষদ চত্বরে সেটেলমেন্ট অফিসের পূর্ব পাশে দিঘলিয়া ইউপির চেয়ারম্যান লতিফুর রহমান পলাশ (৪৮) কে অজ্ঞাত দুবৃর্ত্তরা গুলি করে ও কুপিয়ে হত্যা করে। হত্যার ঘটনায় নিহত চেয়ারম্যানের বড় ভাই সাইফুর রহমান হিলু বাদী হয়ে ১৫ জনকে আসামি করে লোহাগড়া থানায় একটি মামলা দায়ের করেছেন।

মামলায় আমার দু’ভাই শরীফ মনিরুজ্জামান ও বাকী বিল্লাহকে হয়রাণী করার উদ্দেশ্যে আসামী করা হয়েছে। আমার ভাই শরীফ মনিরুজ্জামান ঢাকাস্থ এজিআই (তৈরী পোষাক শিল্প) কোম্পানীর ফাইন্যান্স ডিরেক্টর হিসেবে কর্মরত আছেন। ছোট ভাই বাকি বিল্লাহ কুমড়ী গ্রামে বসবাস করে। ঘটনার দিন শরীফ মনিরুজ্জামান ঢাকাস্থ অফিসে কর্মরত ছিলেন। অথচ তাদেরকে হয়রাণীর জন্য মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে।

আমরা পরিবারের পক্ষ থেকে এহেন মিথ্যা ও হয়রাণীমূলক মামলার তীব্র নিন্দা জানাই। একই সাথে আমার দু’ভাইয়ের অবিলম্বে মুক্তির দাবি জানাচ্ছি। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শরীফ মনিরুজ্জামানের মা হোসনেয়ারা বেগম, ভাই বাকি বিল্লাহর স্ত্রী মাহমুদা শরীফ, বোন সুলতানা জাহান, মরিয়ম বেগম ও ছোট ভাই আরিফ বিল্লাহ।

(আরএম/এসপি/ফেব্রুয়ারি ২০, ২০১৮)