ফরিদপুর প্রতিনিধি : একুশে ফেব্রুয়ারি মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ২০ ফেব্রুয়ারি মঙ্গলবার ফরিদপুর জেলার কানাইপুর সিকদার বাড়ি চত্বরে তরুছায়া নামের একটি সমাজকল্যাণ সংগঠনের উদ্যোগে বিনামূল্যে দিনব্যাপী রক্তের গ্রুপ নির্ণয়সহ চিকিৎসাসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

ফরিদপুর ব্লাড ডোনার্স ক্লাব ও নৃতাত্ত্বিক জনগোষ্ঠী মৎস্যজীবী কল্যাণ সমবায় সমিতির সহযোগিতায় ওই চিকিৎসা ক্যাম্পের উদ্বোধনী পর্বে প্রধান অতিথি ছিলেন কানাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফকির মোহাম্মদ বেলায়েত হোসেন, বিশেষ অতিথি ছিলেন তরুণ সমাজসেবক নিতাই সিকদার রতন।

উদ্বোধনী পর্বে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন নৃতাত্ত্বিক জনগোষ্ঠী মৎস্যজীবী কল্যাণ সমবায় সমিতির সভাপতি ভাগ্য সরকার ও তরুছায়ার প্রতিনিধি ইনামুল হাসান মাসুম। ওই চিকিৎসা ক্যাম্পে সারাদিন চার শতাধিক নারী পুরুষ শিশু বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেন।

(এসএস/অ/ফেব্রুয়ারি ২১, ২০১৮)