স্টাফ রিপোর্টার : রাজধানীর বাংলা মোটরে ইয়াবাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-২।

গতকাল দিবাগত রাতে রাজধানীর বাংলামোটর এলাকা থেকে ৯,৫৯০ পিস ইয়াবাসহ তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় ৩টি মোবাইল ও নগত ১০ হাজার টাকা জব্দ করা হয়।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বাংলামোটর এলাকায় কয়েকজন মাদক ব্যবসায়ী নিষিদ্ধ নেশা জাতীয় ট্যাবলেট (ইয়াবা) এর বড় একটি চালান সরবরাহ করার জন্য অবস্থান করছে। র‌্যাব-২ এর আভিযানিক দল ঘটনাস্থলে উপস্থিত হলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে আসামিরা দৌড়ে পালানোর চেষ্টা করলে ইয়ার মোহাম্মদ (৪০), আসিফ শেখ (৩০) কে আটক করি।

জিজ্ঞাসাবাদে জানা যায়, রাতারাতি বড়লোক হবার নেশায় নিষিদ্ধ এ মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে। তারা কক্সবাজার, চট্টগ্রাম, টেকনাফ সীমান্ত এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে সুকৌশলে ইয়াবা ট্যাবলেট (মাদক) রাজধানীসহ বাংলাদেশের বিভিন্ন জেলার মাদক ব্যবসায়ীদের কাছে দীর্ঘদিন যাবৎ সরবরাহ করে আসছে।

(বিজ্ঞপ্তি/এসপি/ফেব্রুয়ারি ২১, ২০১৮)