স্পোর্টস ডেস্ক : টমাস মুলার ও রবার্ট লেভানডফস্কি জোড়া গোলে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ম্যাচে বেসিকতাসকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে বায়ার্ন মিউনিক। বড় এ জয়ে শেষ আটের পথে অনেকটা এগিয়ে গেছে ইয়ুপ হেইঙ্কেসের শিষ্যরা।

ঘরের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের অধিকাংশ সময় বল নিজেদের দখলে নিয়ে খেলা বায়ার্নকে গোল পেয়ে ৪৩ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়। ডেভিড আলাভার বাড়ানো বলে বায়ার্নকে এগিয়ে দেন মুলার।

বিরতি থেকে ফিরে ম্যাচের ৫৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ফরাসি ফরোয়ার্ড কিংসলে কোমান। আর ৬৬তম মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন জার্মান ফরোয়ার্ড মুলার।

ম্যাচের ৭৯ ও ৮৮তম মিনিটে জোড়া গোল করে বায়ার্নকে বড় জয় এনে দেন পোল্যান্ডের স্ট্রাইকার রবার্ট লেভানডফস্কি। আগামী ১৪ মার্চ বেসিকতাসের মাঠে হবে এর ফিরতি লেগ।

(ওএস/এসপি/ফেব্রুয়ারি ২১, ২০১৮)