মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর মির্জাগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা উদ্যাপন করা করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলরাত বারোটা এক মিনিটে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পনের মধ্যে দিয়ে দিবসের সূচনা করা হয়।

এ উপলক্ষে গতকাল সূর্যদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা,প্রভাত ফেরী, চিত্রাংকন প্রতিযোগীতা,আলোচান সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, শহীদদের রুহের মাগফিরাত কামনা করে সকল মসজিদ ও মন্দিরে বিশেষ প্রার্থনার আয়োজ করা হয়।

সকালে উপজেলা চত্বর থেকে প্রভাতফেরী শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মোহাম্মদ রফিকুল ইসলাম।

প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান খান মোঃ আবু বকর সিদ্দিকি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের আহবয়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান গাজী আতাহার উদ্দিন আহম্মদ, আওয়ামীলীগ নেতা মোঃ ইসমাইল হোসেন মৃধা, মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাসুমুর রহমান বিশ্বাস, ইউপি চেয়ারম্যান মোঃ আবদুল আজিজ হাওলাদার, মোঃ জসিম উদ্দিন জুয়েল ব্যাপরী ও সুবাল চন্দ্র দেবনাথ প্রমুখ।

(ইউজি/এসপি/ফেব্রুয়ারি ২১, ২০১৮)