সুজানগর (পাবনা) প্রতিনিধি : পাবনার সুজানগরে ভাষা শহীদদের স্বরণে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বুধবার রাত ১২ টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে দোয়া, পুস্প অর্পণ, শহীদ দিবসের প্রভাতফেরী ও আলোচনা সভার মাধ্যমে দিবসটি পালিত হয়।

উপজেলা চত্বরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্প অর্পণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদের রোকন, উপজেলা নির্বাহী অফিসার আসিফ মাহমুদ, পৌরমেয়র ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল ওহাব, অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম, অফিসার ইনর্চাজ ওবাইদুল হক, জেলা পরিষদের সদস্য ও আ’লীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রেজা, পৌর আ.লীগের সভাপতি মাহমুদুজ্জামান মানিক, সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহিন, যুবলীগের সভাপতি সাইদুর রহমান সাইদ, সাধারণ সম্পাদক ও সাবেক পৌরমেয়র তোফাজ্জল হোসেন তোফা, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জুয়েল রানা, ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম তমাল, সাধারণ সম্পাদক শেখ তুষার, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আজম আলী বিশ্বাস প্রমুখ।

এছাড়া সুজানগর এনএ কলেজ, মহিলা কলেজ, পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, শহীদ দুলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, সাতবাড়ীয়া ডিগ্রী কলেজ ও সেলিম রেজা হাবিব ডিগ্রী কলেজে র‌্যালি ও শহীদ মিনারে পুস্প অর্পণ করেন।

(এমআইএস/এসপি/ফেব্রুয়ারি ২১, ২০১৮)