হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি দাবিতে বিএনপির বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মাঝে সংঘর্ষের ঘটনায় ৮৮ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। হবিগঞ্জ সদর মডেল থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) হাসানুজ্জামান বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

আজ বুধবার হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইয়াছিনুল হক মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেন।

প্রসঙ্গত মঙ্গলবার দুপুরে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে শহরে হবিগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আলহাজ্ব জিকে গউছের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের করে বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।

এ সময় পুলিশ বাধা দিলে পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মাঝে সংঘর্ষ হয়। এতে ২০ জন গুলিবিদ্ধসহ অন্তত ৫০ জন আহত হন। এ সময় পুলিশ ৩ জনকে আটক ও ৫৪ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে বলে জানান হবিগঞ্জ সদর থানার ওসি।

(এমইউএ/এসপি/ফেব্রুয়ারি ২১, ২০১৮)