ত্রিশাল প্রতিনিধি : ময়মনসিংহের ত্রিশালে যথাযোগ্য মর্যাদায় আর্šÍজাতিক মাতৃভাষা দিবস ও শহীদ বিস পালিত হয়েছে। 

মঙ্গলবার রাত ১২.০১ মিনিটে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু জাফর রিপন শহীদ মিনারে পুস্তস্পতক অর্পনের মধ্য দিয়ে দিন ব্যাপী কর্মসূচীর শুরু করেন।

এ সময় উপজেলা প্রশাসন, ত্রিশাল থানা,উপজেলা আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগ,উপজেলা বিএনপি, ত্রিশাল প্রেসক্লাব সহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক সংগঠন পুস্তস্তবক অর্পন করেন।

বুধবার সকালে উপজেলা পরিষদ থেকে এক প্রভাত ফেরী পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নজরুল একাডেমীর মাঠে এক আলোচনা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ত্রিশাল উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জয়নাল আবেদীন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু জাফর রিপনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভুমি এরশাদ উদ্দিন, ওসি জাকিউর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান আশরাফুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান লুৎফুন্নেছা বিউটি প্রমুখ।

এ ছাড়া উপজেলা আওয়ামীলীগ যুবলীগ সহ বিভিন্ন অঙ্গসংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন বিভিন্ন আলোচনা সভার আয়োজন করে।

দুপুরে ত্রিশাল প্রেসক্লাব মিলনায়তনে ভাষা শহীদদের স্বরনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ত্রিশাল প্রেসক্লাবের সভাপতি খোরশিদুল আলম মজিবের সভাপতিত্বে সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোখলেছুর রহমান সবুজ।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সাধারন সম্পাদক নজরুল ইসলাম। বক্তব্য রাখেন যুগ্ন সম্পাদক মোহাম্মদ সেলিম, সম্মানিত সদস্য এইচ এম জোবায়ের হোসেন, সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান সেলিম, কোষাধক্ষ ফয়জুর রহমান ফরহাদ, নাজমুস সাকিব প্রমুখ।

(এন/এসপি/ফেব্রুয়ারি ২১, ২০১৮)