নওগাঁ প্রতিনিধি : যথাযোগ্য মর্যাদা ও ভাব গম্ভীর পরিবেশের মধ্য দিয়ে নওগাঁয় শহীদদিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। 

দিবসের প্রথম প্রহর রাত ১২ টা ১ মিনিটে শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পনের মধ্য দিয়ে দিবসের সূচনা করা হয়। শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন করেন, জেলা প্রশাসক মিজানুর রহমান, পুলিশ সুপার ইকবাল হোসেন, সিভিল সার্জন ডাঃ মোমিনুল হক, নওগাঁ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ রওশন আরা খানম, সদর উপজেলা নির্বাহী মোশতানজিদা পারভীন, প্রেস ক্লাব, জেলা পরিষদ, পৌরসভা, বরেন্দ্র, আওয়ামীলীগ, বিএনপি, বিদুৎ উন্নয়ন বোর্ড, একুশে পরিষদ, গনপূর্ত বিভাগ, এলজিইডি, সড়ক ও জনপথ, নওগাঁ সরকারী কলেজ, বিএমসি সরকারী মহিলা কলেজ, ফয়েজউদ্দীন মেমোরিয়াল কলেজ, ভাষা সৈনিক প্রয়াত ডাঃ মঞ্জুর রহমান, মোমিনুল হক ভুটি ও শেখ নূরুল ইসলাম ভগলুর পরিবার বর্গ,

এ্যাডভোকেট বারসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। পরে একুশে পরিষদ শহীদ মিনারে সকলকে শপথ বাক্য পাঠ করায়। এ ছাড়াও ৭ দিন ব্যাপী কেডি উচ্চ বিদ্যালয় মাঠে একুশের বই মেলা ও শহীদ মিনারে একুশে পরিষদ নানা কর্মসুচী পালন করে।

(বিএম/এসপি/ফেব্রুয়ারি ২১, ২০১৮)